নোনতা পিঠা ( নুনগড়া )

 নোনতা পিঠা ( নুনগড়া )

cooking Recipe, পিঠা, Pitha, নোনতা পিঠা ( নুনগড়া ),


যা যা লাগবে :

. চালের গুড়ো এক কাপ
. ময়দা আধা কাপ
. রসুন বাটা আধা চা চামচ
. আদা বাটা এক চা চামচ
. হলুদের গুড়ো আধা চা চামচ
. লবন স্বাদমত
. পানি দুই / আড়াই কাপ
. তেল ভাজার জন্য যতটুকু লাগে


তৈরি প্রণালী :

. চালের গুড়ো আর ময়দা একসাথে মিশিয়ে নিন
. একটা পাত্রে পানি দিয়ে চুলায় বসান ( পানি গরম করার পর কিছু পানি তুলে অন্য একটা পাত্রে রাখতে পারেন নতুন রাঁধুনিদের জন্য , যদি প্রয়োজন পড়ে তাহলে এই পানি কাই এর পানিতে দেয়া যাবে )
. এরপর রসুন বাটা , আদা বাটা , হলুদের গুড়ো লবন দিয়ে পানি ফুটান
. পানি ফুটে উঠলে পাত্রে চালের গুড়ো ময়দা ঢেলে দিন
. খুন্তি বা চামচ দিয়ে ভালো করে নেড়ে খামির প্রস্তুত করুন ( আটা / ময়দার খামির যেভাবে করা হয় ঠিক সেভাবেই )
. এবার বাটিতে সিদ্ধ খামির টা নিয়ে ভালো করে মথে নিন
. খামির থেকে বড় করে গোলা নিয়ে বড় এবং মোটা রুটি তৈরি করুন
. এখন এই বড় রুটি একটা ছোট গোলাকার কাটার ( স্টিলের গ্লাস কিংবা বয়ামের ঢাকনাহরলিক্স বয়ামের ঢাকনা দিয়েও করা যায় ) দিয়ে গোল শেপ কাটুন ( ছবি : এর মত )
. সবগুলো রুটি বেলা হয়ে গেলে গরম ডুবোতেল ভাজুন
Facebook Blogger Plugin: Bloggerized by http://rannarecipe.blogspot.com/ Enhanced by rannarecipe.blogspot.com

0 comments:

Post a Comment