মালাই চা

"মালাই চা"

Slide Title 2

Morbi quis tellus eu turpis lacinia pharetra non eget lectus. Vestibulum ante ipsum primis in faucibus orci luctus et ultrices posuere cubilia Curae; Donec.

Slide Title 3

In ornare lacus sit amet est aliquet ac tincidunt tellus semper. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

চিলি বিফ

 
উপকরণ:

গরুর মাংস ছোট টুকরা করা দুই কাপ, ডিম একটা, ময়দা তিন টেবিল-চামচ, চিলি সস এক কাপ, লাল কাঁচা মরিচ বাটা দুই চা-চামচ, কর্নফ্লাওয়ার দুই টেবিল-চামচ, পিয়াজ বড় কিউব কাটা দুই কাপ, আদা-রসুন বাটা এক চা-চামচ, লবণ স্বাদমতো, সয়াসস চার টেবিল-চামচ, লেবুর রস, তেল,ভিনেগার পরিমাণমতো।

প্রণালী:

প্রথমে গরুর গোস্ত ছোট ছোট টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। এবার একে একে আদা বাটা, রসুন বাটা, সয়াসস, শুকনা মরিচের গুড়া, ডিম এবং ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে গোস্ত ভালো করে মাখিয়ে নিন এবং মেরিনেট করার জন্য এক ঘন্টা রাখুন।

মেরিনেট হয়ে গেলে গোস্ত হাতে চেপে পানি ঝরিয়ে গরম তেলে দিয়ে ভাজুন। গোস্ত বাদামি হয়ে এলে তাতে পিয়াজের কোয়া ঢেলে দিন। কিছুক্ষণ নেড়ে মেরিনেট করা গোস্তের পানি দিয়ে ঢেকে দিন।

গোস্ত সিদ্ধ হয়ে এলে একে একে ভিনেগার , টমেটো সস, চিলি সস ও গোল মরিচের গুড়া দিন। কিছুক্ষণ নেড়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন।

গোস্ত মাখা মাখা হয়ে এলে সামান্য পরিমান লেবুর রস ও চিনি দিন। হয়ে গেলো চিলি বিফ

ক্যারামেল পুডিং

ক্যারামেল পুডিং
ক্যারামেল পুডিং, Puding, কন্ডন্স মিলক্ পুডিং, cooking Recipe, Bangla recipe,

উপকরণঃ


১। দুধ ১ কেজি
২। ডিম ৪ টি
৩। চিনি স্বাদমত
৪। ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ
৫। কনডেন্স মিল্ক ১/২ কাপ
৬। গুড়ো দুধ ৩ টেবিল চামচ
৭। পানি ১ টেবিল চামচ


প্রণালীঃ


১ কেজি দুধ চুলাতে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। অর্ধেক পরিমাণ হলে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে এর মধ্যে ৪ টি ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স, কনডেন্স মিল্ক, গুড়ো দুধ দিয়ে ভাল করে বিট করে নিন। আবার ঢাকনাসহ ১ টি স্টিলের বাটি নিন। বাটিতে ৩ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ পানি দিন। বাটিটি কম আঁচে চুলার ওপর রাখুন। একটু পর পর বাটি ঘুড়িয়ে দিন। চিনি লালচে হলে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। আবার দুধের মিশ্রণ এই বাটিতে ঢেলে ঢাকনা লাগিয়ে দিন। আর একটি বড় পাত্রে বাটিটি বসিয়ে অল্প পানি দিন। পানি যেন দুধের বাটির মাঝ বরাবর থাকে। এবার দুধের বাটির উপর ভারি কিছু দিয়ে ভার দিয়ে পানিসহ বড় পাত্রটি চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে দিন। এভাবে ৪০- ৫০ মিনিট মাঝারি আঁচে ভাপ দিতে হবে। এরপর নামিয়ে নিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

চিংড়ি মালাইকারি





চিংড়ি মালাইকারি,Bangla recipe, cooking Recipe, মাছ, ইলিশ মাছের ঝোল,


 
উপকরণ 

চিংড়ি ২ কাপ 
নারকেলের ঘন দুধ দেড় কাপ 
মরিচ গুড়া ১ চা চামচ 
হলুদ গুড়া ১ চা চামচ 
ধনিয়া গুড়া ১/২ চা চামচ 
আদা বাটা ১/২ চা চামচ 
রসুন বাটা ১ চা চামচ 
পেয়াজ কুচি দেড় কাপ 
দারচিনি ১" ২ টুকরা 

প্রাণহারা

প্রাণহারা, মণ্ডা মিঠাই, Bangla recipe, cooking Recipe, Bundiya, Sondesh, Mithai,

উপকরণ :
ছানা ১ ১/২ কাপ
চিনি ১/২ কাপ
দুধের সর ১/২ কাপ
মাওয়া পরিমান মত


প্রস্তুত প্রণালী :

ছানা হালকা মথে নিতে হবে ,এবার ৩ ভাগ করে ২ ভাগের সাথে চিনি দিয়ে জাল দিতে হবে। পানি শুকালে
বাকি কাচা ছানা দিয়ে নেড়েচেড়ে নামাতে হবে। একটু ঠান্ডা হলে দুধের সর দিয়ে ভালো করে মাখাতে হবে। গোল করে মাওয়া তে গড়িয়ে নিতে হবে।

ভেজিটেবল সসেজ নুডলস

ভেজিটেবল সসেজ নুডলস
 

উপকরন: 


কোকোলা নুডলস: 1প্যোকেটি, পছন্দমত সবজি: 1 এন্ড 1/2 কাপ (তবে আমি গাজর, ফুলকপি, মটরশূটী ও ক্যাপসিক্যাম নিয়েছি), মিট সসেজ 1টি, ডিম: 2 টা, লবন: পরিমান মত, আদা পেস্ট 1/2 চা চামচ, তেল: 2 টেবিল চামচ, পিয়াজ কুচি: 1/4 কাপ, কাচা মরিচ কুচি: 5-6 টা বা পছন্দ মত, টেস্টিং সল্ট : 1 চিমটি.

রান্না: 


একটি হাড়িতে পানি দিতে হবে এবং পানিতে একটু তেল ও লবন দিয়ে নুডলস সিদ্ধ করতে হবে। নুডলস সিদ্ধ হলে পানি ঝড়িয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে।

একটি বড় কড়াইতে তেল দিতে হবে তেল গরম হলে তাতে সসেজ দিয়ে হবে সসেজ একটু হালকা ভেজে নিয়ে তাতে পিয়াজ কুচি দিতে হবে, পিয়াজ কুচি নরম হলে এতে ডিম দিয়ে ভাল করে নেড়ে ডিমের ঝুড়ি বানাতে হবে। এবার পছন্দ মত সবজি দিয়ে অনেক কড়া আচে রান্না করতে হবে এবং বারবার নাড়তে হবে যেন সবজি পুড়ে না যায়। কাচা মরিচ ও দিয়ে দিতে হবে। সবজি হেয়ে গেলে তাতে নুডলস দিয়ে ভাল করে রান্না করতে হবে।


কন্ডন্স মিলক্ পুডিং

কন্ডন্স মিলক্ পুডিং,Bangla recipe, cooking Recipe, Puding,
কন্ডন্স মিলক্ পুডিং


উপকরণ: 

ডিম ৫ টি
কনডেন্স মিল্ক ১ টিন
চিনি ক্যারামেল এর জন্য

প্রণালী: 

প্রথমে এয়ার টাইট বাটিতে ক্যারামেল করে নিবেন তারপর সব উপকরণ একসাথে ব্লেন্ড করে বাটিতে ঢেলে নিবেন,একটি ডেকচিতে পানি দিয়ে বাটির মুখ খুব ভালোভাবে আটকিয়ে উপরে ভারি কিছু দিয়ে বাটিটা ভাপে রেখে দিবেন ১ ঘন্টা .... খেয়াল রাখবেন ডেকচির পানি যেনো শুকিয়ে না যায় .... অল্প অল্প করে পানি দিবেন, পুডিং হয়ে গেলে ঠান্ডা করে ছুরি দিয়ে চারপাশ কেটে একটি প্লেটে উল্টিয়ে দিবেন

কালোজাম

কালোজাম, Bangla recipe, Mithai, মণ্ডা মিঠাই, kalojam, Ranna recipe,


উপকরণঃ

১. ছানা দেড় কাপ
২. মাওয়া আধা কাপ
৩. ময়দা আধা কাপ
৪. ঘি ১ টেবিল চামচ
৫. গুঁড়া চিনি ১ টেবিল চামচ
৬. খাওয়ার সোডা সামান্য
৭. লাল রং সামান্য